সোমবার , ২১ অক্টোবর ২০২৪

গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক ব্যাবসায়ী গ্রেফতার

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়ালন্দঘাট থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ০১ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

 

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে লোহা ও কাঠের তৈরী একটি এয়ারগান, লোহার তৈরী একটি দেশীয় একনলা পাইপ গান এবং দুইটি তাজা কার্তুজ।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর নাম মোঃ মমিন শেখ (৪১)। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের মোঃ কিয়ামুদ্দিন শেখের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ অক্টোবর) ভোর রাত সারে ৩ টার দিকে মানিক শেখের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে লোহা ও কাঠের তৈরী একটি এয়ারগান, লোহার তৈরী একটি দেশীয় একনলা পাইপ গান এবং দুইটি তাজা কার্তুজ। গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম সোমবার বেলা আড়াইটার দিকে এক প্রেসনোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার মামলা নং-১৫, তারিখ-২১/১০/২০২৪ ইং, ধারা-19(a) The Arms Act, 1878 দায়ের করা হয়েছে।

আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ০৭ দিনের রিমান্ড আবেদন করে সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

মোংলায় ৬৮৫৩জন কিশোরী পাবেন জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকা

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী ‘এইচপিভি’ টিকাদান কার্যক্রমের প্রস্তুতি …