Saturday , 23 November 2024

সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তিকে হত্যা সাজিয়ে ছাত্রদল নেতা, তার পরিবার এবং স্থানীয় কর্মী সমর্থকদের নামে মিথ্যা হত্যা মামলা দায়ের

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছাত্রদল নেতার মানহানি করার উদ্দেশ্য, সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তিকে হত্যা সাজিয়ে ছাত্রদল নেতা, তার পরিবার এবং স্থানীয় কর্মী সমর্থকদের নামে মিথ্যা হত্যা মামলা দায়ের।

দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাঁচলিয়া এলাকায় গাড়ীর চেক মাষ্টারের কাজ করছিলেন হাটিকুমরুল ইউনিয়ন কৃষকলীগ নেতা নূরনবী শেখ ফিরোজ। গত ৫ আগস্টের বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ রোডের কর্মসূচিকে ঘিরে ছাত্রজনতার উপর হামলা চালান নূরন্নবী শেখ ফিরোজ।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়ায় সড়ক দূর্ঘটনায় সবুজ শেখ (২৮) নামের এক বাস চেকারের মৃত্যু হয়েছে। অথচ এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন খাঁন, তার পরিবার ও তার স্থানীয় কর্মী সমর্থকদের নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করেছে। এতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। দাবী ছাত্রদল করার কারণে দীর্ঘ এক যুগ ধরে রাকিব ও তার পরিবার বিএনপির সমর্থক হওয়ায় আওয়ামী লীগ বারবার অত্যাচার-নিপীড়ন করে আসছে। তাই দ্রুত মিথ্যা মামলা থেকে রাকিবসহ তার পরিবারকে অব্যাহতি দেওয়ার দাবি এলাকাবাসীর।

এক্সিডেন্টের ৫ দিন পরে গত ২৫ সেপ্টেম্বর নিহত সবুজ শেখের বড় ভাই হাটিকুমরুল ইউনিয়ন কৃষকলীগ নেতা নূরনবী শেখ ফিরোজকে বাদী বানিয়ে ও বোন জামাই সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাব্বত আলী শামিম সহ আওয়ামিলীগ নেতাদের কে সাক্ষী বানিয়ে সিরাজগঞ্জ আদালতে নিহত ব্যক্তিকে হত্যা সাজিয়ে একটি মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাঁচলিয়া এলাকায় গাড়ীর চেক মাষ্টারের কাজ করছিলেন হাটিকুমরুল ইউনিয়ন কৃষকলীগ নেতা নূরনবী শেখ ফিরোজ। গত ৫ আগস্টের বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ রোডের কর্মসূচিকে ঘিরে ছাত্রজনতার উপর হামলা চালান নূরন্নবী শেখ ফিরোজ।

এরপর থেকেই তিনি পলাতক থেকে তার ভাই সবুজকে দিয়েই তার চেকারের কাজটি করাছিলেন। এরই মধ্যে গত ২০ সেপ্টেম্বর রাত ২টার দিকে গাড়ী চেকিং করে গাড়ী থেকে নামার সময় বিপরীত থেকে একটি দূরপাল্লার বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়ার পথে সবুজ মারা যায়।

ঘটনাস্থলে উপস্থিত হানিফ গাড়ির চেকার রাব্বি ও আরেক গাড়ীর চেকার সিফাত জানান, ৫ আগস্টের পর থেকেই চেকার নূরন্নবী শেখ ফিরোজ পলাতক রয়েছে। তার স্থলে তার শ্যালক সবুজ শেখ গাড়ি চেকিং করছিলেন। তাকে গাড়ী চেকিং শেষে বার বার অসতর্কতার সাথে নামার জন্য আমরা তাকে বেশ কয়েকবার সতর্ক করেছি।

ঘটনার দিন সবুজ আমাদের থেকে ২০০ মিটার দূরে গাড়ি চেক দিচ্ছিলেন। গাড়ী চেক শেষে নামার সময় দূরপাল্লার একটা গাড়ির সাথে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে পড়ে যায়। আমরা দ্রুত সিএনজিতে তুলে তাকে মনসুর আলী মেডিক্যালের উদ্দেশ্য পাঠিয়ে দেই। কিছুক্ষণ পরই আমরা শুনতে পাই হাসপাতালে সবুজ মারা গেছে।

পরবর্তীতে তার মরদেহ দাফন করার জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।স্থানীয় পাচঁলিয়া বাজারের লোকদের কাছে শোনা যায় এটা একটা মর্মান্তিক এক্সিডেন্টের মৃত্যু। অথচ বাস চাপায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে ষড়যন্ত্রমূলকভাবে সবুজের বোন জামাই মোহাব্বত আলী শামিম ও ভাই নূর নবী শেখ ফিরোজ গত ২৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ আদালতে নিহত ব্যক্তিকে হত্যা সাজিয়ে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে সলঙ্গা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান জানান, এই মিথ্যা মামলার একমাত্র উদ্দেশ্য একজন তরুণ ছাত্রনেতার রাজনৈতিক ক্যারিয়ারকে মিথ্য অভিযোগে ধ্বংস করা এবং আওয়ামী লীগ এলাকায় কিছুটা চাপ মুক্ত থাকার রাস্তা খোঁজা। সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তিকে হত্যা সাজিয়ে মামলা তদন্তে টিকবে না। সত্যের জয় হবে ইনশাআল্লাহ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন খাঁন জানান, আমি আমার দল আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং পোস্টমর্টেম রিপোর্ট ম্যানুপূলেটেড করা যায় না, সুতরাং এটা অচিরেই প্রমাণিত হবে। আওয়ামী লীগ মিথ্যাচারের দল আওয়ামী লীগ প্রতারকের দল সুতরাং তারা তাদের প্রতারণা মিথ্যাচারের ফাঁদে আমাদের ফেলেছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য। আমি আমার সকল শুভাকাঙ্খীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানাচ্ছি।

বিগত আন্দোলন সংগ্রামে সিরাজগঞ্জের উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুলে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ছাত্রনেতা রাকিবের ছোট ভাই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র কে এম মেহেদী হাসান রাব্বি তিনি ও এই মামলার আসামী।

সিরাজগঞ্জ জেলা বিএনপি এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, সিরাজগঞ্জের ছাত্র আন্দোলনের সময় সব থেকে বেশি অনলাইন এক্টিভিটিস এবং অফলাইনে নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রাম সফল করেছে রাকিব। ছাত্র আন্দোলনের সকল ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাত্রনেতা রাকিবের ক্রিয়েট করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের কমিটিগুলো তার তত্ত্বাবধানে গঠিত হয়েছিল।

যার ফলে দ্বিতীয় স্বাধীনতার পরপরই আওয়ামীলীগের রোষনালে পড়তে হয়েছে ছাত্রনেতা রাকিব ও তার পরিবারকে। আমরা প্রশাসনকে বলতে চাই, দ্রুত তদন্ত করে মিথ্যা মামলা থেকে রাকিব ও তার পরিবারকে অব্যাহতি দিবেন এবং একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরকারীদের আইনের আওতায় আনার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ২০২০ সালে একই ব্যাক্তিরা ছাত্রদল নেতা রাকিবের গ্রামের বাড়িতে হামলা করে লুটপাট নগদ সাড়ে চার লক্ষ টাকা ও বোনের বিয়ের জন্য করা ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। যার ভিডিও ফুটেজ ও তথ্য প্রমান রাকিবের পরিবারের কাছে সংরক্ষিত আছে। ওই সময় আওয়ামী লীগ নেতাদের বিচারের আশ্বাসে এবং ভয়-ভীতি প্রদর্শনের কারণে রাকিব এর পরিবার থানায় মামলা করতে পারে নাই।

এছাড়া ২০২১ সালে ছাত্রদল নেতা রাকিবের রাজনীতিকে থামিয়ে দেওয়ার জন্য এবং পরিবারকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম আলম, আওয়ামিলীগ নেতা মোহাব্বত আলী শামিম ও নুরনবী শেখ ফিরজ সাক্ষী হয়ে হোটেলের মেয়ে ভাড়া করে ছাত্রদল নেতা রাকিবের পিতা কামরুজ্জামান খাঁনের নামে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করে।

যা মেডিকেল রিপোর্টে উক্ত মহিলাকে প্রস্টিটিউট ঘোষণা করে এবং সিরাজগঞ্জ কোর্টে প্রমাণিত হয় যে উক্ত ধর্ষণ মামলা মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। বাদি মহিলা স্বীকার করেন যে আওয়ামিলীগ নেতারা টাকা দিয়ে তাকে প্রলোভন দেখিয়ে উক্ত মামলা দায়ের করেছিল।

যার আদালতের দালীলিক প্রমান রাকিবদের হাতে আছে। মামলায় খালাস পাওয়ার পর রাকিবের পরিবার আওয়ামিলীগ নেতাদের নামে মানহানি মামলার উদ্দেশ্যে সিরাজগঞ্জ কোর্টে গেলে তাদের উপর অতর্কিত হামলা করে আওয়ামিলীগ এবং ভয়ভীতি প্রদর্শন করে যার ফলস্বরূপ তারা মামলা দায়ের করতে পারে নাই।

শুধু তাই নয়, ২০১৮ সালে রাকিবের পিতা কামরুজ্জামানের সাথে প্রতারণা করে স্বাক্ষর জালিয়াতি করে ৬ লক্ষ টাকার চাঁদা দাবি করে মোহাব্বত আলী শামীম। এবং মিথ্যা মামলা দায়ের করে, যে মামলাটা আদালতে প্রমাণের অপেক্ষায় রয়েছে।

Check Also

নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ অকাল প্রয়াত কবি, গবেষক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের …