বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪

গোয়ালন্দে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, গাফিলতির অভিযোগ

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে পল্লী বিদ্যুতের ছিড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে আব্দুল মালেক মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে চর দৌলতদিয়া তমিজ উদ্দিন মৃধা পাড়ার খালেক মোল্লার ছেলে। সে মানষিক প্রতিবন্ধী ছিল।

 

মানুষিক ভারসাম্যহীন মালেক বুঝতে না পেরে পড়ে থাকা বিদ্যুতের তার স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর সকাল সারে ৮টায় বিদ্যুৎ অফিসের লোকজন এসে মৃত্যু মালেকের লাশ থেকে জড়িয়ে থাকা বিদ্যুতের তার বিচ্ছিন্ন করে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।

মৃত মালেকের ভাই মো. আব্দুল কাদের মোল্লা জানান, শুক্রবার ভোরের দিকে তারা ওই এলাকার পথের পাশে পল্লী বিদ্যুতের লাইনের ছেড়া তার পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পল্লী বিদ্যুতের অফিসে মোবাইল ফোনে জানান। ফোনের জবাবে তারা বিদ্যুতের সংযোগ লাইন বন্ধ না করে স্থানীয়দের সতর্ক থাকতে বলেন।

কিন্তু মানুষিক ভারসাম্যহীন মালেক বুঝতে না পেরে পড়ে থাকা বিদ্যুতের তার স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর সকাল সারে ৮টায় বিদ্যুৎ অফিসের লোকজন এসে মৃত্যু মালেকের লাশ থেকে জড়িয়ে থাকা বিদ্যুতের তার বিচ্ছিন্ন করে।

আলাপকালে স্হানীয় শিক্ষক শাহাদাত হোসাইন বলেন, আমি পথের কাছে বিদ্যুতে তার পড়ে থাকতে দেখে সকাল ৬ টায় বিদ্যুত অফিসে মোবাইল ফোনে অবগত করেছিলাম। কিন্তু যথাসমে তারা তারা পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. শাহিন আলম বলেন, বিদ্যুতের লাইনের ছিঁড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে এক মানষিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় স্হানীয় কয়েকজন আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।তার অফিসের কারো কোন ধরনের গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

যাদের জন্য লিখি তাদের ভাগ্যের পরিবর্তন হলেও সাংবাদিকদের হয়নি …….এ আর আজাদ সোহেল

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)’র …