Wednesday , 5 November 2025

রায়পুরায় বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি করেছে রায়পুরা উপজেলা বিএনপি ও দলটির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

 

 তিনি বলেন, বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করেও বিএনপি দমে যায়নি। বিএনপি আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। ছাত্র আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালানোর কারনেই আজ আমরা কথা বলতে পারছি।

শনিবার (১৫ নভেম্বর) সকালে নৌকা যোগে পান্থশালা ঘাটে এসে র‍্যালিতে যোগ দেয় চরাঞ্চলের ৬টি ইউনিয়নের কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মীরা। বাদ্যযন্ত্র সহ সমর্থিত নেতার ব্যানার ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে র‍্যালিতে অংশ নেয় সকল বয়সের নারী পুরুষরা।

পান্থশালা থেকে র‍্যালি নিয়ে রায়পুরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয় নেতারা পরে মাঠ থেকে অন্যান্য ইউনিয়ন থেকে আগত মিছিলগুলো একসাথে করে বড় আকারে র‍্যালি নিয়ে রায়পুরা বাজার হয়ে অডিটরিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

সেখানে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করেও বিএনপি দমে যায়নি। বিএনপি আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। ছাত্র আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালানোর কারনেই আজ আমরা কথা বলতে পারছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ উপজেলা ও পৌর বিএনপিও অঙ্গসংগঠনের নেতবৃন্দ।

Check Also

সলংগার চাঞ্চল্যকর মিশু চালক হত্যার রহস্য উদঘাটন

॥  এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ চা ঞ্চল্যকর ক্লুলেস সলঙ্গা থানা এলাকার অটো মিশুক …