॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোংলার মিঠাখালী ইউনিয়নের নিতাখালী মোড়ে কয়েকটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করে বাজার বসানোর নামে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা তা নিজেদের দখলে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
তবে পর্টি অফিসের পাসে সরকারী বেশ কিছু জমি রয়েছে, সেখানে পুর্বে হাট বসতো। সেখানে কিছু লোক সরকারী ওই জমি জোর পুর্বক দখল করে বসবাস করছে।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার গভীর রাতে প্রভাবশালী ব্যক্তিদের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসীরা ভূমিহীনদের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর, পরিবারের সদস্যদের মারধর ও নগদ টাকা মোবাইলসহ বিভিন্ন মালামাল লুটপাট করে। ভূক্তভোগী ভূমিহীন পরিবারগুলো এখন প্রভাবশালীদের হুমকি ধামকির ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে জান মালের নিরাপত্তাহীনতায় ভূগছে। এ ঘটনায় মামলা দায়েরের জন্য থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে প্রতিপক্ষের কাউকেই এখনও আটক করতে পারেনী পুলিশ।
ভূক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মিঠাখালী ইউপি কার্যালয় সংলগ্ন নিতাখালী মোড়ে সরকারী রেকর্ডিয় খালের পাশে বেশ কিছু সরকারী খাস জমি রয়েছে। এরমধ্যে দীর্ঘ প্রায় ৩০/৪০ বছর ধরে ৩২ শতক জমিতে আঃ খালেক, মহর আলী শেখ, লতিফ চৌকিদার, সাদ্দাম ওরফে লিটন চৌকিদার, জলিল চৌকিদারসহ বেশ কয়েকটি ভূমিহীন পরিবার বসত ঘর তৈরী করে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছে।
বছর দু’য়েক আগে ওই খাস জমির উপর স্থানীয় সাঈদ হাওলাদার, সেকেন্দার হাওলাদার, জিয়ার শেখ, জব্বার শেখ ও ইয়াসিন শেখ সহ এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির লোলুপ দৃষ্টি পড়ে ওই জমির উপর। তারা বিভিন্ন সময়ে নানা কৌশলে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করে ওই জমি তাদের দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর সেখানে স্থানীয় বাজার বা হাট বসানোর কথা বলে প্রভাবশালীরা ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা চালায়। সর্বশেষ ভূমিহীনদের উচ্ছেদের উদ্দেশ্যে শনিবার সন্ধ্যার পর নিতাখালী মোড়ের একটি ঘরে প্রভাবশালী ব্যক্তিরা তাদের সহযোগীদের নিয়ে গভীর রাত পর্যন্ত ভূরিভোজ করে। ভোজ শেষে মোটর সাইকেল ও টমটমে করে প্রায় অর্ধ শতাধিক সশস্ত্র সন্ত্রাসী রামদা লাঠিসোটা নিয়ে ভূমিহীন আঃ খালেক, মোহর আলী, লতিফ চৌকিদারের বসত ঘরে অতর্কিত হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা ভূমিহীন পরিবারের সদস্যদের বেদম মারধরসহ নগদ টাকা মোবাইলসহ বিভিন্ন মালামাল লুটপাট করে। এসময় ওই জমিতে গড়ে উঠা বাড়ি ঘরের ঘেড়া-বেড়া, গাছ পালা কেটে তছনছ করে ওই সকল সন্ত্রাসীরা। এসময় াভিযোগকারী মহর আলীর পরিবারের সদস্যরা প্রতিবাদ করতে আসলে তাদেরও মেরে জখম করে।
প্রায় ঘন্টাব্যাপী তান্ডব শেষে সন্ত্রাসীরা ভূমিহীনদের ওই জমি ছেড়ে অন্যত্র চলে যাবার হুমকি ধামকি দিয়ে চলে যায়। ভূক্তভোগী ভূমিহীন পরিবারগুলো এখন সন্ত্রাসীদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। তারা নিজেদের পরিবারের জান ও মালের নিরাপত্তাহীনতায় ভূগছে।
স্থানীয় মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল বলেন, বরাদ্দ না হলেও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে ওই খাস জমিতে ভূমিহীন পরিবারগুলো দীর্ঘ ৩৫/৪০ বছর ধরে বসবাস করছে। তবে এখন একটি মহল তাদের উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে এমন অভিযোগ তার কাছেও এসেছে। এখন ভূমিহীন পরিবারগুলোর বসবাসের জায়গা হারালে উদ্বাস্ত হওয়া ছাড়া পথ থাকবেনা।
এ ব্যাপারে অভিযুক্ত সাঈদ হাওলাদার সহ অন্যান্যরা বলেন, আমরা পার্টি অফিসে বসে রাতে পিকনিক করেছি, কোন ভূমিহীনদের বসত ঘরে হামলা ভাংচুর ও লুটপাট করিনি। তবে পর্টি অফিসের পাসে সরকারী বেশ কিছু জমি রয়েছে, সেখানে পুর্বে হাট বসতো। সেখানে কিছু লোক সরকারী ওই জমি জোর পুর্বক দখল করে বসবাস করছে। মোংলা ছাড়া আশপাশে কোন হাট-বাজার না থাকায় এখন এলাকার লোকজন মিলে পুনরায় হাট বসানোর চেষ্টা করছে। এব্যাপারে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে, তবে কাউকে উচ্ছেদ করে নয়।
এ ঘটনায় ভূক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের জন্য মোঃ মহর আলী বাদী হয়ে সাঈদ হাওলাদার, সেকেন্দার হাওলাদার, ইয়াসীন শেখ, আলামিন শেখ, জিয়ার শেখ, জব্বার শেখ, জয়নাল শেখ ও ইব্রাহিম শেখসহ অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনের বিরুদ্ধে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় অঅিযোগ দায়ের হলেও পুলিশ এখনও কাউকে আটক বা ঘটনাস্থলে পরিদর্শন করেনী বলে জানায় অভিযোগকারী।
এ ব্যাপারে মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় থানার এ কর্মকর্তা।