॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোংলায় আগুনে পুড়ে ছাই হয়েছে এক দিন মজুরের বসত ঘর, মালামাল ও আসবাবপত্র। সুন্দরবন ইউনিয়নের পাখিমারা এলাকায় বুধবার রাত ১১টার দিকে রান্না করতে গিয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷
বুধবার রাতের খাবার খেয়ে মা ঘুমিয়ে পরায় মেয়ে চুলায় তরকারী গরম করতে গেলে অসাবধানতা বসত প্রথমে পাকের ঘরে আগুন লাগে।
স্থানীয়রা জানায়, সুন্দরবন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম একজন দিন মজুর। তার স্ত্রী মোংলা ইপিজেডের গার্মেন্সে চাকরী করে। বুধবার রাতের খাবার খেয়ে মা ঘুমিয়ে পরায় মেয়ে চুলায় তরকারী গরম করতে গেলে অসাবধানতা বসত প্রথমে পাকের ঘরে আগুন লাগে। কিছুক্ষনের মধ্যেই আগুনের লেরিহা চতুর্দিকে ছড়িয়ে পরলে মুহুর্তের মধ্যে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়৷ পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এতে লোকজনের কোন ক্ষতি না হলেও ঘরে থাকা মুল্যবান মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী ও স্থানীয়রা। আজ বৃজস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা। সহায়তার আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান, বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা।
মোংলা উপজেলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, রাতে রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত। গরিব সাইফুলের ঘরের কিছুই নেই, সবকিছুই পুড়েগেছে। উইনিয়নের পক্ষ থেকে সহায়তা করা হবে, এছাড়া উপজেলা প্রশাসনকেও জানানো হয়েছে। সকলে মিলে সহায়তা করলে হয়তো পুনরায় একটি ঘর তৈরী করে বসবাস করতে পারবে সাইফুল।