Sunday , 22 December 2024

রায়পুরায় বিজয় দিবস,শহিদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রায়পুরায় উপজেলা মহান বিজয় দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আগামী ১০ ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার মধ্যে পালন করার জন্য গৃহীত নানা কর্মসূচিগুলো তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।

বৃহস্পতিবার (০৫ডিসেম্বর) বিকালে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইকবাল হাসান এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ আব্দুল জব্বার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরসহ বিভিন্ন দলের নেতাকর্মীগণ,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারী ও বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।

সভায় আগামী ১০ ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার মধ্যে পালন করার জন্য গৃহীত নানা কর্মসূচিগুলো তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। কর্মসূচিগুলো সুন্দরভাবে বাস্তবায়নে গঠিত কমিটি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Check Also

মোংলায় মাদক সহ নানা অপরাধ দমনে বিট পুলিশিং সভা 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলা  থানার আয়োজনে  বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ …