Thursday , 4 December 2025

নিঝুম দ্বীপে বেড়ীবাঁধ নির্মাণ করা হবে – আব্দুল হান্নান মাসুদ।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

তকাল শুক্রবার নিঝুম দ্বীপের এক পথ সভায় বক্তব্য রাখেন ২৪ এর গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ।

 

তিনি তমরদ্দি বাজারে আরেক পথ সভায় বলেন, এখানে দোকান পাট লুটপাট হয়েছে, চাঁদ দিতে হচ্ছে। মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। যারা এগুলো করছে তাদের ব্যাপারে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

এ সময় তিনি বলেন নিঝুম দ্বীপের চারদিকে বেড়ীবাঁধ না থাকায় ঘুর্ণিঝড়ের ঝুঁকিতে থাকতে হয় দ্বীপের বাসিন্দাদের। আমি অচিরেই নিঝুম দ্বীপের বেড়ীবাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

এই এলাকার হাজার হাজার একর জমির ফসল লুট পাট করা হচ্ছে। বিগত ১৫ বছর ধরে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সবখানেই শুধু দূর্নীতি অনিয়ম ছিল। এগুলো পরিহার করতে হবে। প্রকৃত ভূমি হীনদের মধ্যে জমি বন্দোবস্ত দিতে হবে।

পর্যটন এলাকা হিসেবে নিঝুম দ্বীপের যাতায়াত ব্যবস্থা ভালো করতে হবে। পরে তিনি তমরদ্দি বাজারে আরেক পথ সভায় বলেন, এখানে দোকান পাট লুটপাট হয়েছে, চাঁদ দিতে হচ্ছে। মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। যারা এগুলো করছে তাদের ব্যাপারে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

Check Also

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন দেশের কল্যাণের জন্য বেগম খালেদা জিয়া-রুহেল

॥  সাদ্দাম উদ্দিন রাজ , নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল …