Sunday , 22 December 2024
(রাজবাড়ী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশিদ শুক্রবার বিকালে পাংশায় কর্মী ও সহযোগী সমাবেশে বক্তব্য রাখেন)

পাংশায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

॥  সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে বেজপাড়া বাজারে ওয়ার্ড ভিত্তিক কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেওয়ার আহবান জানান।

কলিমহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং কলিমহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফেজ মাওলানা মো. মিজানুর রহমানের উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী ও রাজবাড়ী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রাথী মো. হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা জামায়াতের নায়েবে আমির ড. আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আমজাদ হোসেন, পাংশা উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. জিলহাজ হাসান, পাংশা পৌর জামায়াতের সেক্রেটারী খোন্দকার মাওলানা মো. আব্দুল হালিম ও পাংশা পৌর জামায়াতের সহ-সেক্রেটারী মাওলানা মো. এনামুল হক বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে মাওলানা মুন্তাজ হোসেন, মাওলানা আলতাফ হোসেন, কমলেশ চন্দ্র দাস, তরিকুল ইসলাম, ফারুক হোসেন ও রাকিবুল ইসলাম রাতুল প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তাগণ দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেওয়ার আহবান জানান। সমাবেশে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

Check Also

মোংলায় মাদক সহ নানা অপরাধ দমনে বিট পুলিশিং সভা 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলা  থানার আয়োজনে  বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ …