Tuesday , 24 December 2024
(পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সাথে রবিবার বিকালে সৌজন্য সাক্ষাৎ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফটোসেশনে অংশ নেয় পাংশা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা)

পাংশা উপজেলা নির্বাহী অফিসারের সাথে রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

॥  সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সাথে রবিবার (২২ ডিসেম্বর) বিকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে পাংশা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

সাক্ষাৎকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বর্ষিয়ান সাংবাদিক অধ্যাপক মো. ইজাজুল হক এবং পাংশা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমুর নেতৃত্বে বিকাল সাড়ে ৪টার দিকে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা সবার সাথে পরিচিতি হন এবং কুশলাদী বিনিময় করেন। সাক্ষাৎকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। পাংশা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উন্নয়ন সাংবাদিকতার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।

এ সময় পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বর্ষিয়ান সাংবাদিক অধ্যাপক মো. ইজাজুল হক, পাংশা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমু, পাংশা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. মোক্তার হোসেন ও মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. মুক্তার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান মিলন, দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ,

সহ-দপ্তর সম্পাদক মো. আজিজুল ইসলাম, অর্থ সম্পাদক মো. হারুন অর রশিদ, সহ-অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. হেলাল শেখ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মো. সহিদুর রহমান, শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, মো. ইয়াছিন শেখ ও সরদার আবু জালাল উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উপজেলা পরিষদ চত্বরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সাথে ফটোসেশনে অংশ নেয় পাংশা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।

Check Also

দৌলতদিয়ায় বড়দের আদলে শিশু সংসদের জমজমাট নির্বাচন অনুষ্ঠিত।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দে মাধ্যমিক স্কুল পর্যায়ের ৪টি দলের অংশগ্রহনে …