Sunday , 19 October 2025
(পাংশায় বুধবার জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়)

পাংশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন

॥  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে মাছপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ফ্রি ব্লাড ক্যাম্পেইনে ব্লাড গ্রুপ টেস্ট করে।

বুধবার সকাল ১০টায় মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং মো. মিজানুর রহমানের উপস্থাপনায় ফ্রি ব্লাড ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ফ্রি ব্লাড ক্যাম্পেইনে ব্লাড গ্রুপ টেস্ট করে।

Check Also

সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের বদলিজনীত বিদায় সংবর্ধনা:

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ র বিবার ১৯ অক্টোবর ২০২৫. সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে …