Wednesday , 8 January 2025

মোংলায় বিএনপি নেতা ইউসুফ’র বাবার মৃত্যুতে পৌর বিএনপির শোক

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলা পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বি এম ইউসুফ এর পিতা ইউনিয়ন এন্টারপ্রাইজের ওয়াচম্যান মোঃ মনিরুজ্জামান মন্টুর মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জুলফিকার আলী ও সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এমরান হোসেন সহ আহবায়ক কমিটির সদস্যরা।

 

 

সৎ, সজ্জন, ধার্মিক, পরোপকারী হিসেবে মরহুম মোঃ মনিরুজ্জামান মন্টুকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

মোঃ মনিরুজ্জামান মন্টু (৬৫) আজ শনিবার (৪ জানুয়ারি) আনুমানিক বিকাল ৩:৪৫ মি: হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মোর্শেদ সড়কস্থ নীজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের স্বজনরা জানান, আজ নিজ বাসায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানেই বিকালে স্টোক করে তাঁর মৃত্যু হয়। আগামীকাল (৫ জানুয়ারি) সকাল ৯টায় সরকারী টি,এ, ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

মরহুমের মৃত্যুতে শোক জানিয়ে মোংলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক বলেন, মোংলা পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ইউসুফ এর বাবার মৃত্যুতে মোংলা পৌর বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মোঃ মনিরুজ্জামান মন্টুর মৃত্যুতে আমরা তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

সৎ, সজ্জন, ধার্মিক, পরোপকারী হিসেবে মরহুম মোঃ মনিরুজ্জামান মন্টুকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Check Also

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান ফুটেজ সংগ্রহকালে ফটো সাংবাদিকদের উপর হামলার

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ভোক্তা …