॥ পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥
দীর্ঘ কয়েক বছর ধরে কুয়েতি ধনাঢ্য শায়েখ আবু আব্দুল রহমানের অর্থায়নে পাংশার বিভিন্ন অঞ্চলে মসজিদ নির্মাণসহ এতিম ও দুস্থ পরিবারকে নানাভাবে সহযোগিতা প্রদান কর্মসূচি পালিত হয়ে আসছে।কুয়েতি শায়েখ আবু আব্দুল রহমান এতিম পরিবারদের সহযোগিতাসহ জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সাথে তিনি এলাকার ধনাঢ্য ব্যক্তিদের এতিম পরিবারদের পাশে থাকার গুরুত্বারোপ করেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ জানুয়ারী) পাংশা উপজেলার মৌরাট ইউপির তেলিগাতি গ্রামের ব্যবসায়ী রইচ উদ্দিন মিয়ার বাড়িতে কুয়েতি ধনাঢ্য শায়েখ আবু আব্দুল রহমানের উপস্থিতিতে দুই শতাধিক এতিম শিশুকে শীতবস্ত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
কুয়েতি শায়েখ আবু আব্দুল রহমান, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, পাংশা শাহ জুঁই (র.) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. রফিকুল ইসলাম, হাজী মো. আব্দুল খালেক, রতনদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম, মাওলানা মো. কুতুব উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কুয়েতি শায়েখ আবু আব্দুল রহমান এতিম পরিবারদের সহযোগিতাসহ জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সাথে তিনি এলাকার ধনাঢ্য ব্যক্তিদের এতিম পরিবারদের পাশে থাকার গুরুত্বারোপ করেন। শায়েখ আবু আব্দুল রহমান অনুষ্ঠানে নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মো. রফিকুল ইসলাম ও মো. রেজাউল ইসলাম কর্মসূচি পালনে সার্বিক তত্ত্বাবধান করেন।