Wednesday , 22 January 2025

গোয়ালন্দের দূর্গম চরে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দূর্গম চরাঞ্চল রাখালগাছি এলাকায় দরিদ্র ও অসহায় ১৭০ জন পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।

 

গোয়ালন্দ উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে এই কনকনে শীতে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা শনিবার প্রত্যন্ত কুশাহাটার চরাঞ্চল এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান নিজে গিয়ে দূর্গম চরাঞ্চল কুশাহাটায় এ কম্বল বিতরণ করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে এই কনকনে শীতে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা শনিবার প্রত্যন্ত কুশাহাটার চরাঞ্চল এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।

Check Also

মোংলা বন্দরে নিলামে উঠেছে ৭০টি নামি দামি গাড়ি, বন্দরে পড়ে আছে আরও ২৩০টি

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ আমদানিকারকরা ছাড় না করায় শেষ পর্যন্ত সোমবার (২০ জানুয়ারি) …