Monday , 13 January 2025

নবাবগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী সোহেল

  শেখ রানা, বিশেষ প্রতিনিধি ॥

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেসক্লাবের ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের উপস্থিত ভোটে নির্বাচনে সভাপতি পদে যমুনা টিভির ঢাকা দক্ষিণ প্রতিনিধি জহিরুল ইসলাম আনারস প্রতিকে এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার (দোহার-নবাবগঞ্জ) কাজী সোহেল সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

 

 

সদস্যদের উপস্থিত ভোটে নির্বাচনে সভাপতি পদে যমুনা টিভির ঢাকা দক্ষিণ প্রতিনিধি জহিরুল ইসলাম আনারস প্রতিকে এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার (দোহার-নবাবগঞ্জ) কাজী সোহেল সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

জানা যায়, সভাপতি পদে ৪ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেন। এতে তিনজন প্রার্থী ভোট বর্জন করেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাকের শাহীনুর রহমান তুতি, সহসভাপতি বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কমের আসাদুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মানবজমিনের ইমরান হোসেন সুজন, কার্যকরী পরিষদ সদস্য পদে বাংলা নিউজ টুয়েন্টিফোরের শেখ সালাহ উদ্দিন বাচ্চু নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর নবাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি দায়িত্ব পাওয়ার পর গত ৫ জানুয়ারি নবাবগঞ্জ প্রেসক্লাবের তফসিল ঘোষণা করা হয়। এতে মনোনয়ন ক্রয়ের শেষ তারিখ ৮ জানুয়ারি, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ জানুয়ারি, যাচাই-বাছাই ৯ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি, প্রতিক বরাদ্ধ ১১ জানুয়ারি, এবং ভোট গ্রহন ১৩ জানুয়ারি উল্লেখ করা হয়।

Check Also

নিলামে উঠেছে মোংলা বন্দরে শুল্কমুক্ত কোটায় আনা সাবেক ৩ এমপির ল্যান্ড ক্রুজার

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলা বন্দরে নিলামে উঠেছে শুল্কমুক্ত কোটায় আনা সংসদ সদস্যদের …