Wednesday , 22 January 2025

মোংলায় ধান কেটে বাড়ী ফেরার পথে ভটভটি উল্টে নিহত ২, আহত ৪

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলায় ধান কেটে বাড়ী ফেরার ফথে ভটবটি উল্টে ২জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৪জন। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

 

 

ধান কাটার পারিশ্রমিক বাবদ তারা ৭১বস্তা (৭০/৮০মণ) ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে রেখে ওই ধানবাহী ভটবটিতে করে বাড়ী ফিরছিলেন তারা। পথিমধ্যে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

নিহত ও আহতদের পরিবার জানায়, খুলনার লাউডোব থেকে ধান কেটে বাড়ী ফেরার পথে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় পৌঁছালে রাস্তার উপরের পাথরের স্তুপে উঠে গেলে তাদের ভটবটি গাড়ীটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে মারা যান চালক দিদার মোল্লা (২৫)। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান রোকন উদ্দিন খোকন (৬০)। আর আহত ওয়াহেদ মল্লিককে (৪০) রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আইয়ুব সরদার (৪০) মিলন মল্লিক (৩৫) ও তাজমির শেখ (৩০)। নিহত ভটভটি চালক দিদারের বাড়ী খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায়। নিহত রোকন উদ্দিন খোকনের বাড়ী মোংলার সোনাইলতলায়। এছাড়া আহতদের সকলের বাড়ী সোনাইলতলা এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আইয়ুব সরদার ও মিলন মল্লিক বলেন, তারা পেশায় পরবাসী (ধান কাটা শ্রমিক)। তারা সবাই মিলে খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটার পারিশ্রমিক বাবদ তারা ৭১বস্তা (৭০/৮০মণ) ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে রেখে ওই ধানবাহী ভটবটিতে করে বাড়ী ফিরছিলেন তারা। পথিমধ্যে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। আর এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Check Also

দাবীকৃত চাঁদা না পেয়ে দোকান ভিটি দখলের চেষ্টা, আটক-১

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নোয়াখালী সদরে ২ লক্ষ টাকা দাবীকৃত …