Saturday , 30 August 2025

মোংলায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।

 

 

শিশুদের বিনোদনে বসেছে নাগরদোলাসহ দোলনাও। আর এ উৎসবকে ঘিরে উপজেলা পরিষদ চত্বর যেন নতুন আনন্দে মেতেছে। বিভিন্ন বয়সের মানুষের ঢলে এ উৎসব এক ভিন্ন মাত্রায় রুপ নিয়েছে।

উদ্বোধনের শুরুতে বাগেরহাট জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গাওয়া গানে নৃত্য পরিবেশনা করেন শিক্ষার্থীরা। উৎসবকে ঘিরে বিভিন্ন ধরণের ৪৪টি স্টল বসেছে। স্টলে বিশেষ করে শোভা পাচ্ছে রকমারী পিঠা। বসেছে জ্ঞান-বিজ্ঞানের স্টলও। অপরদিকে মঞ্চে চলছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা।

শিশুদের বিনোদনে বসেছে নাগরদোলাসহ দোলনাও। আর এ উৎসবকে ঘিরে উপজেলা পরিষদ চত্বর যেন নতুন আনন্দে মেতেছে। বিভিন্ন বয়সের মানুষের ঢলে এ উৎসব এক ভিন্ন মাত্রায় রুপ নিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে।

Check Also

রায়পুরার এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দেওয়া হবে না: বিএনপি কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়ন অখণ্ড …