Saturday , 1 February 2025

দৌলতদিয়া- পাটুরিয়া নৌ রুট ঘন কুয়াশায় টানা ১১ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

ন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মধ্যেরাত ১২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

 

এরমধ্যে শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়েছে, এতে করে তীব্র শীতে রাতে যাত্রী ও চালকরা ভোগান্তি পোহান। বিশেষ করে নারী ও শিশুদের চরম ভোগান্তি পোহাতে হয়।

শনিবার সকাল সাড়ে ১০টা ৪৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

সরজমিনে শনিবার সকাল ৯ টার দিকে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ক্যানাল ঘাট পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এরমধ্যে শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়েছে, এতে করে তীব্র শীতে রাতে যাত্রী ও চালকরা ভোগান্তি পোহান। বিশেষ করে নারী ও শিশুদের চরম ভোগান্তি পোহাতে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারনে শুক্রবার রাত ১২ টা থেকে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শনিবার সকাল সাড়ে ১০ টা ৪৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। তিনি আরও বলেন, কুয়াশায় ফেরি বন্ধ থাকায় ঘাটে কিছু গাড়ির সিরিয়াল আছে। আশা করছি খুব দুপুরের মধ্যে যানবাহন গুলো নদী পার হতে পারবে।

Check Also

তারেক জিয়া পরিষদের রাজবাড়ী জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন

॥  কাজী ছাব্বির হোসেন শিমু, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥ তারেক জিয়া পরিষদের রাজবাড়ী জেলা শাখার …