Saturday , 1 February 2025

হাতিয়ায় জোরপূর্বক ঘর তুলে জায়গা দখলের চেষ্টা, থানায় অভিযোগ

॥ নিজস্ব প্রতিবেদক ॥

নোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে ঘর তুলে বসতবাড়ির জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

 

 অভিযোগে উল্লেখিত একাধিক সাক্ষীর চলাচলের পথে দেশীয় অস্রশস্র নিয়ে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা চালায়। এতে ভুক্তভোগীরা বাঁধা দিলে গালমন্দ করে দেশীয় অস্রশস্র নিয়ে গায়ের দিকে তেড়ে আসে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, হাতিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড চরলটিয়া গ্রামের মৌলভী কেফায়েত উল্যাহ’র ছেলে ভুক্তভোগী মোঃ নোমান প্রায় ২০ বছর আগে ওই এলাকার মাইন উদ্দিন ওরপে আইনউদ্দিন থেকে ৩৩ শতক বাড়ির ভূমি কিনেন। পরে একই ব্যক্তি থেকে আরও ১.০২ একর ভূমি কিনে বসবাস শুরু করেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়ির রুহুল আমিনের ছেলে মোঃ হেলাল উদ্দিন, মোঃ জাফর ও মোঃ হাফেজ নিজাম উদ্দিনসহ পরিবারের অন্যান্যরা সংঘবদ্ধ ভাবে ভুক্তভোগীর খরিদীয় ভূমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। গত ২৬ জানুয়ারি উল্লেখিত ব্যক্তিরা ভুক্তভোগী মোঃ নোমান এবং অভিযোগে উল্লেখিত একাধিক সাক্ষীর চলাচলের পথে দেশীয় অস্রশস্র নিয়ে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা চালায়। এতে ভুক্তভোগীরা বাঁধা দিলে গালমন্দ করে দেশীয় অস্রশস্র নিয়ে গায়ের দিকে তেড়ে আসে। এতে প্রাণ ভয়ে ভুক্তভোগী মোঃ নোমান বাদী হয়ে হাতিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তদের দখলের অপচেষ্টা বন্ধ করে দেয়।

ভুক্তভোগী মোঃ নোমান জানান, ঘটনার সময় থেকে এপর্যন্ত পুলিশ কয়েক ধাপে আসেন। যখনই আসেন তখন এই জোতদার, লাঠিয়ালরা কাজ বন্ধ রাখেন। কিন্তু পুলিশ যখন চলে যায় ওরা আবারও ঘরের কাজ শুরু করেন। তিনি বলেন আমি এই অভিযুক্তদের চাচা মাইন উদ্দিন ওরপে আইনউদ্দিন থেকে চরঈশ্বররায় মৌজার ৪৫৯২ নং আর.এস খতিয়ানের ৭৫৬৪১ দাগ সহ কয়েক দাগের অন্দরে মোট ১.৩৫একর ভূমি কিনে বসবাস করে আসছি। এখানে তাদের মালিকানা স্বত্ব দখল কিছুই নেই। তবুও ওরা অন্যায়ভাবে আমাদেরকে হয়রানি করছে। আজ শনিবার(০১ ফেব্রুয়ারী) সকালে তারা আমাদের ভিটির জায়গা থেকে দা-ছেনি নিয়ে জোর করে কিছু মাটি কেটে নিয়ে যায়।

এর আগে অভিযুক্তরা হাতিয়া সিনিয়র সহকারী জজ আদালতে ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দিলে আদালত পরে তা খারিজ করে দেন। ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে বিভিন্ন ভাবে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে অভিযোগের তদন্তপ্রাপ্ত এসআই মাহবুবুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয় দেখেছি, উভয়পক্ষে সমাধানের জন্য ফেব্রুয়ারী মাসের ৪ তারিখে বসার সময় নির্ধারণ করে দিয়েছি। আর মানামানি না হলে ভুক্তভোগী আদালতের দিকে যেতে পারবে।

Check Also

ভারতের চাল নিয়ে মোংলা বন্দরে ভিড়ল দুই জাহাজ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে আমদানি করা …