Friday , 18 April 2025

উত্তাল ধানমন্ডি ৩২, আগুন দেওয়া হয়েছে , নেওয়া হয়েছে ক্রেন

॥  নিজস্ব প্রতিবেদক ॥

ভাংচুরের পর এক পর্যায়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির তৃতীয় তলায় বিক্ষুদ্ধ ছাত্র জনতা আগুন লাগিয়ে দেয়। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে সেখানে আগুন দেওয়া হয়। এর মধ্যে চলছে ভাঙচুর। রাত ১১টার সময়ও সেখানে আগুন জ্বলছে।

এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিব ও শেখ হাসিনা বিরোধী নানা স্লোগানও দেন। তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘মুজিববাদের আস্তানা গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা এ দেশে হবে না, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও,

ভবনটি গুঁড়িয়ে দেওয়ার জন্য রাত পৌনে ১১টার দিকে সেখানে বড় একটি ক্রেন আনা হয়েছে। ৩২ নম্বরের এই বাড়ির পাশের একটি ভবনের এক পাশেও আগুন জ্বলতে দেখা গেছে। ৩২ নম্বর ভবনের তৃতীয় তলা ও দোতালায় অনেক মানুষ রয়েছে। বাড়িটির দেয়াল ভাঙছে কেউ কেউ। অনেকে হাতুড়ি বা লাঠি দিয়ে বাড়িটির সীমানা দেয়াল ভাঙছেন। কিছু মানুষকে জানালার গ্রিল, কাঠ এসব নিয়ে যেতে দেখা গেছে। অনেক মানুষ বাড়িটির সামনে আসছেন, কিছুক্ষণ দেখে, ছবি তুলে ও ভিডিও করে কেউ কেউ চলে যাচ্ছেন।

এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিব ও শেখ হাসিনা বিরোধী নানা স্লোগানও দেন। তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘মুজিববাদের আস্তানা গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা এ দেশে হবে না, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’ তারা আরও স্লোগান দেয়, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই।’

সন্ধ্যার আগে থেকেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। পরে রাত ৮টার দিকে সেখানের মানুষের ঢল নামে। একপর্যায়ে সেখানে গেট ভেঙে ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তাদের অনেককে এসময় দরজা-জানালা খুলে ফেলতে দেখা যায়। কেউ কেউ ভবনের ইটও খুলে নেন। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে আগুন দেয়।

Check Also

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে একই স্কুলের এসএসসি পরিক্ষার্থী !

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণীর এক স্কুল …