॥ হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি বনায়নের ভিতর জায়গায় দখল করে দোকানঘর নির্মান করেছেন ইউনুস মাঝি নামের এক ওয়ার্ড যুবদল নেতা। বনবিভাগের বাঁধা অমান্য করে রাতের আঁধারে তিনি নিজে দোকানঘর নির্মানসহ ভিটিপ্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা নিয়ে অন্যদের ও ঘর নির্মানের জন্য জায়গা বুঝিয়ে দেন।
চর আলিম বিটের স্থানীয় টানবাজারের বাইরে বনবিভাগের জায়গায় দখল করে বিএনপি নেতা ইউনুছের নেতৃত্বে ঘর দেওয়ার খবরটি আমরা পেয়েছি। তাদেরকে বার বার বারণ করা হয়েছে। কিন্ত তারা জোরপূর্বক ঘর নির্মাণ করছে। আমরা এই ব্যাপারে আইনগত পদক্ষেপ নিচ্ছি।
স্থানীয়দের থেকে খবর পেয়ে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, সাগুরিয়া রেঞ্জের চর আলীম বিটের লালচর মৎস্য ঘাটের নিকটবর্তী বাগানের মধ্যে ইউনুস মাঝি নিজেই একটি দোকানঘর নির্মান করেন। পাশাপাশি আরো চারটি ঘর নির্মান করতে আফছার, আশরাফ,ভুট্ট,নবীর,হোসেন ও ফয়েজদের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেয়। এছাড়াও তাবু দিয়ে অনেককে দোকান ঘর নির্মাণের জন্য জায়গা মেফে বুঝিয়ে দেন টাকার বিনিময়ে ।
তার এমন কর্মকাণ্ডে বিব্রত স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। স্থানীয়রা জানান রাতের আঁধারে নোয়াখালী উপকূলীয় বনবিভাগের সাগরিয়া রেঞ্জের চরআলিম বিটের বনের ভিতরে জায়গা দখল করে ঘর নির্মাণ করেন এবং মাছের হার দখল করেন জেলেদের কাছ থেকে মোটা অংকের টাকা নেন তিনি। অভিযুক্ত ইউনুস মাঝি উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক তাছলিম আলম বলেন ,এখানে মহিষ গরুর একটা ফাঁড়ি রয়েছে।যেটার দায়িত্বে ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইউনুছ মাঝি। তিনি ওই ফাঁড়ির দায়িত্ব পাওয়ার পর ওনার প্রভাব বিস্তার করে সেখানে দোকান ঘর দেন। এখন পাশাপাশি তাবু দিয়ে আরো কয়েকটি দোকান ঘর নির্মান করেন।
উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এখানে তৎকালীন এমপি মোহাম্মদ আলী এবং চেয়ারম্যান ফখরুল ইসলামের নির্দেশে দুটি ঘর দেওয়া হয়েছিল। এখানে এসে জানতে পারলাম যে এখানে দলের প্রভাব বিস্তার করে ইউনুস মাঝির নেতৃত্বে অনেকগুলো ঘর নির্মাণ করা হচ্ছে এবং মেপে বুঝিয়ে দিচ্ছেন। আমরা উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ এসে দেখে ঘটনার সত্যতা পেয়েছি।
ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াছ মাঝি বলেন ,দলের সিদ্ধান্তের বাহিরে কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেয়া হবে না।অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনুস মাঝি বলেন, এখানে একটা গরু-মহিষের ফাঁড়ি আছে। বর্ষায় যাতে মানুষের কষ্ট না হয় সে জন্য বন বিভাগ এবং দলীয় লোকজনের সাথে কথা বলে আমিএকটা ঘর দিয়েছি ।
উপকূলীয় বনবিভাগের সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা প্রণব কুমার বলেন, চর আলিম বিটের স্থানীয় টানবাজারের বাইরে বনবিভাগের জায়গায় দখল করে বিএনপি নেতা ইউনুছের নেতৃত্বে ঘর দেওয়ার খবরটি আমরা পেয়েছি। তাদেরকে বার বার বারণ করা হয়েছে। কিন্ত তারা জোরপূর্বক ঘর নির্মাণ করছে। আমরা এই ব্যাপারে আইনগত পদক্ষেপ নিচ্ছি।