Wednesday , 12 March 2025

মোংলায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন ও দিগরাজ কলেজ ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোংলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় মোংলা উপজেলার  ২নং বুড়িরডাঙ্গা ইউনিয়ন ও দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনেএ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

 ‘জাতি গঠনে ছাত্রদের ভূমিকা অনেক বেশি। একটা সচ্ছ সুন্দর ছাত্র সংগঠন একটি সুন্দর জাতি ও সমাজ উপহার দিতে পারে।’ ছাত্রদলের মোংলার সকল নেতা কর্মীদের  দেশ  ও দেশের জনগনের  জন্য কল্যানকর কাজে এগিয় আসার আহবান জানান তিনি।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়’র এডহক কমিটির সভাপতি শামিমা আক্তার লাইজু।

এছাড়া আরো উপস্তিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য  আব্দুল হালিম খোকন, বাবু তুষার কুমার গাইন,অধ্যক্ষ, দিগনাজ ডিগ্রী মহাবিদ্যালয়,শেখ মুস্তাফিজুর রহমান জনি বিদ্যুৎসায়ী সদস্য, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়।

শেখ আবু সাঈদ (বাপ্পি) সাবেক সভাপতি, বুড়ি রডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল,মোঃ নাহিদ হাসান সাবেক সাধারণ সম্পাদক, বুড়িরডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল ও সাবেক সদস্য, আহবাহক কমিটি, মোংলা উপজেলা ছাত্রদল সহ এছাড়াও মোংলা উপজেলা, পৌর, বুড়িরডাঙ্গা ইউনিয়ন ও দিগরাজ’স্ব জ’কলেজ শাখার বর্তমান ও সাবেক নেতৃবন্দ। বক্তারা ছাত্রদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।

প্রধান অতিথি শামিমা আক্তার লাইজু   তার বক্তৃতায় বলেন, ‘জাতি গঠনে ছাত্রদের ভূমিকা অনেক বেশি। একটা সচ্ছ সুন্দর ছাত্র সংগঠন একটি সুন্দর জাতি ও সমাজ উপহার দিতে পারে।’ ছাত্রদলের মোংলার সকল নেতা কর্মীদের  দেশ  ও দেশের জনগনের  জন্য কল্যানকর কাজে এগিয় আসার আহবান জানান তিনি।

Check Also

পাংশার মাজাইল সিদ্দিকীয়া খানকা শরীফে

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির মাজাইল সিদ্দিকীয়া …