Friday , 9 May 2025

মোংলায় সাড়ে চার বছরের শিশু ধর্ষণ গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন গ্রামবাসী

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলায় খাবার (কেক) খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ীতে ডেকে নিয়ে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ করেছেন ৫৫বছর বয়সের এক ব্যক্তি। পরে গ্রামবাসী ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন।

 

সাড়ে চার বছর বয়সের এক শিশুকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়ীতে ডেকে নিয়ে যান। এরপর তার বাড়ীর বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলা সোনাইলতলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে সোনাইলতলা গ্রামের বাসিন্দা হেমায়েত সরদার (৫৫) রবিবার দুপুর ১২টার দিকে পাশের বাড়ীর সাড়ে চার বছর বয়সের এক শিশুকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়ীতে ডেকে নিয়ে যান। এরপর তার বাড়ীর বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

এ ঘটনায় শিশুটি অসুস্থ অবস্থায় বাথরুমের পাশে পড়ে থাকেন। পরে শিশুর মা তাকে খুজতে গিয়ে পাশের বাড়ীর হেমায়তের বাথরুমের সামনে পান। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবার ও এলাকাবাসী দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শিশুটির উন্নত চিকিৎসার জন্য দুপুরেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বুলেট সেন বলেন, ধর্ষণের শিকার ছোট শিশু বাচ্চাটাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনা জানাজানি হলে ধর্ষক হেমায়েত সরদারকে খুঁজে তাড়িয়ে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন গ্রামবাসী।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, সোনাইলতলায় একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সেই ধর্ষককে গ্রামবাসী ধরে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হবে। এরপর আটক ধর্ষককে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Check Also

সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলের প্রান্তিক সুবিধা বঞ্চিত সুফল ভোগিদের মাঝে ৪৯২০ টি মুরগি বিতরণ করলেন প্রাণী সম্পদ অফিস

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ বৃ হস্পতিবার ৮ মে ২০২৫ সকাল ১১.৩০ মিনিটে সদর …