॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোংলা বন্দরের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে মোংলা বন্দরে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে১১ ফেব্রুয়ারি, সকাল ১১ টায় বন্দরের সভাকক্ষে রিয়ার এডমিরাল শাহীন রহমান, চেয়ারম্যান, মোংলা বন্দর কর্তৃপক্ষ-এর সভাপতিত্বে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী (বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র্যাব, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের) প্রতিনিধিদের সমন্বয়ে মত বিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন- বন্দর দেশের অর্থনীতির চালিকাশক্তি। আমদানি-রপ্তানি চেইন বজায় রাখার জন্য বন্দর অপরিহার্য। মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর।
মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) মোঃ কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান (যুগ্মসচিব), মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম আফজালুল ইসলাম। বহিঃসংস্থা থেকে উপস্থিত ছিলেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর প্রতিনিধি ক্যাপ্টেন মোঃ জিল্লুর রহমান,
র্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মোঃ শাহাদৎ হোসেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুর রহমান, কোস্ট গার্ড (দিগরাজ মোংলা) জোনাল কমান্ডার (পশ্চিম জোন) এর প্রতিনিধি কমান্ডার মোঃ সোয়েব, ডিজিএফআই খালিশপুর এর লেফটেন্যান্ট কমান্ডার রিয়াজ, নৌ পুলিশ মোংলা অঞ্চলের অফিসার ইনচার্জ, এনএসআই এর অতিরিক্ত পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোংলা ইপিজেড এর সিনিয়র স্টেশন অফিসার, মোংলা থানা’র অফিসার্স ইনচার্জ মোঃ আনিসুর রহমান।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন- বন্দর দেশের অর্থনীতির চালিকাশক্তি। আমদানি-রপ্তানি চেইন বজায় রাখার জন্য বন্দর অপরিহার্য। মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর। এ বন্দরে সিএন্ডএফ স্টিভেডর’স, শিপিং এজেন্ট, শ্রমিকশ্রেণী, বন্দর ব্যবহারকারীসহ বিভিন্ন স্টেইকহোল্ডাররা কাজ করে থাকে। ফলে, বন্দর চ্যানেলের নিরাপত্তা, বন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা ও বন্দর এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সংস্থার উপস্থিত প্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।