॥ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিতের প্রতিবাদে ও কমিটি অনতিবিলম্বে পুনর্বহালের দাবিতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
৪৮ ঘন্টার মধ্যে আলোচনার মাধ্যমে সকলের নিকট গ্রহণযোগ্য হয় এমন কমিটি দিতে হবে।
বুধবার দুপুরে উল্লাপাড়া প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিফাত বিন জামাম প্রেস কনফারেন্সে জানান, ৪৮ ঘন্টার মধ্যে আলোচনার মাধ্যমে সকলের নিকট গ্রহণযোগ্য হয় এমন কমিটি দিতে হবে।
এসময় তিনি আরো বলেন,আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী যেন বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে।এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুম আনাম, শাহরিয়ার শাহাদাৎ শুভ,সামিউল ইসলাম,আকাশসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্র প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।