॥ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষার বাম্পার ফলন হওয়ায় সরিষা ঘরে তু্লতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূল থাকায় ও চাষাবাদের পরিধি বাড়ায় গত বছরের তুলনায় এ বছর সরিষার বাম্পার উৎপাদন হয়েছে বলে দাবি উপজেলা কৃষি বিভাগের।
কৃষি কর্মকর্তা সুর্বনা ইয়াসমিন সুমি, আমাদের গ্লোবাল সংবাদ কে বলেন, চলতি মৌসুমে পুরো উপজেলায় প্রায় ২৪ হাজার ৫৭০হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষার। ৩৯ হাজার ৩১২ মেট্রিকন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। তেল জাতীয় ফসল সরিষা চাষে সারাদেশে ১ম অবস্থানে রয়েছে উল্লাপাড়া উপজেলা।
সরিষার ভালো ফলন হওয়ায় লাভের আশায় কৃষকের মুখে এখন আনন্দের হাসি। যেদিকে চোখ যায় মাঠের পর মাঠ ক্ষেতে ক্ষেতে ছেয়ে গেছে পাকা সরিষায়।
এ দৃশ্য বলে দিচ্ছে এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে। অল্প শ্রম আর স্বল্প খরচে অধিক মুনাফা হওয়ায় দিন দিন
সরিষার আবাদ বাড়ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। সঠিক পরিচর্যায় গত বছরের তুলনায় সরিষার ফলনও হয়েছে এ বছর ভালো।
অল্প সময়ে সরিষার বাম্পার ফলনে চলতি মৌসুমে বেশ লাভবান উল্লাপাড়ার সরিষা চাষিরা। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে বলছেন কৃষকেরা। এ বছর কৃষকের পছন্দ অনুযায়ী বিভিন্ন জাতের সরিষার আবাদ হলেও টরি ৭, বারি ১৪, বীনা ৯ এবং বীনা ১৪ জাতের সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি। প্রতি বিঘায় সরিষা ৭ থেকে ৮ মন ফলন পাওয়া যায় ও আবাদে প্রতি বিঘা খরচ হয় ৯ থেকে ১০ হাজার টাকা।
অন্যান্য ফসলের চেয়ে সরিষা আবাদে তুলনামূলক খরচ কম হওয়ায় ও সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের ।
তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় থাকা কৃষকেরা বলছেন বাজারের মনিটরিং সুব্যবস্থা থাকলে তারা লাভবান হতে পারবেন। সরিষা আবাদে খরচ কম হওয়ায় ও অল্প সময়ে ফসল ঘরে তুলতে পারে বলে কৃষকেরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছে।
চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় গত বছরের তুলনায় এ বছর সরিষার উৎপাদন ভালো হয়েছে। সরিষা আবাদে কৃষকদের সব ধরনের সহায়তা করেছে স্থানীয় কৃষি বিভাগ।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুর্বনা ইয়াসমিন সুমি, আমাদের গ্লোবাল সংবাদ কে বলেন, চলতি মৌসুমে পুরো উপজেলায় প্রায় ২৪ হাজার ৫৭০হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষার। ৩৯ হাজার ৩১২ মেট্রিকন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। তেল জাতীয় ফসল সরিষা চাষে সারাদেশে ১ম অবস্থানে রয়েছে উল্লাপাড়া উপজেলা।