॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
অপারেশন ”ডেভিল হান্ট”- রাতভর অভিযানে মোংলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে এক মাদক ব্যাবসায়ী সহ ৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে ।
মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান,
সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনা করা হচ্ছে । সোমবার রাতভর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে মোঃ পারভেজ শেখ (৪৪) মোঃ শাহজাহান খাঁ (৫৮) শেখ মারুফ আলী হীরা (৩৮) মোঃ মনির হোসেন ডুবুরি মনির (৫৫) কে আটক করা হয়। এরা সকলেই আ.লীগের রাজনীতির সাথে জড়িত।
এছাড়াও মাদক ব্যাবসায়ী মোঃ মাইনুদ্দিন (৩৬)কে আটক করে যৌথবাহিনী ।
আটককৃতরা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল