Saturday , 31 January 2026

সাতক্ষীরায় আশার উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ‘আশা’র উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সাতক্ষীরা আল-বারাকা শপিং সেন্টারের (৩য় তলা) সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একি-ফিসারিজ আশা কেন্দ্রীয় কাঠামোত সবুজ কুমার চৌধুরী।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলার ৩০ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মৎস্য চাষের আধুনিক পদ্ধতি ও ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রধান প্রশিক্ষক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহিদুর রহমান রেজা, আশার সাতক্ষীরা সদর অঞ্চলের ফরিদুল ইসলাম, সদর ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুস সাত্তার ও মো. আবু সাইদ, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার বি.এন ফরহাদ হোসেন এবং সাতক্ষীরা আশা ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. সাইফুল ইসলাম।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলার ৩০ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মৎস্য চাষের আধুনিক পদ্ধতি ও ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

Check Also

মোংলা রামপল আসনে সকল প্রকারের সন্ত্রাসীদের হাত থেকে দখল মুক্ত করার অঙ্গিকার করেন শেখ ফরিদ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা …