Saturday , 22 February 2025

উল্লাপাড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২ 

॥ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও ১ জন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

পাবনা থেকে একটি যাত্রীবাহী বাস কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছিলো।  বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় পৌছালে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

নিহতেরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দ ফারুক হোসেন (৩২), একই গ্রামের সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩)। আহত হারুন অর রশিদ (২৮)  মাগুরাডাঙ্গা গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আমাদের গ্লোবাল সংবাদ কে বলেন, রাতে পাবনা থেকে একটি যাত্রীবাহী বাস কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছিলো।  বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় পৌছালে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয় এবং আহত হয় এক যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারদের কাছে হস্তান্তর করা হয় । এ বিষয় নিয়ে এলাকার বাসিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Check Also

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

॥ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহিদ …