Sunday , 23 February 2025

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

॥ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে শুক্রবার ২১ ফেব্রুয়ারী ভোরে অত্র সংগঠনের কার্যালয়ে অর্ধনির্মিত জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রভাত করে

পরে অফিসে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পরিসমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানের নেতৃত্ব দেন এবং সভাপতি করেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফকরুল ইসলাম রাকিব।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে মুক্তির সোপানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অফিসে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পরিসমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানের নেতৃত্ব দেন এবং সভাপতি করেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফকরুল ইসলাম রাকিব।

এসময় সংগঠনর সিনিয়র সহ-সভাপতি শ্রী গৌরচন্দ্র ঘোষ, সহ-সভাপতি মোঃ ইউনুস আলী, শ্রী কার্ত্তিক চন্দ্র বর্মণ, সদস্য শ্রী অশোক কুমার ঘোষ, মোঃ জহির উদ্দিন, মোঃ ফজলুল করিম বাবু, এ.কে. এম. নিয়ামুল হক রাব্বী, মোঃ সোহেল মাহমুদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইউনুস আলী খন্দকার, মোঃ আব্দুল মোমিন, মোছাঃরুখসানা পারভীন, মোঃ আতাউর রহমান, অধ্যাপক এম.এ. রশিদ, ইউসুফ আলী পুতুল, মোঃ বুলবুল আহম্মেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Check Also

গোয়ালন্দে বিদেশি পিস্তল গুলিসহ গ্রেফতার-১

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে একটি বিদেশি …