॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো নোয়াখালী পৌরএলাকার দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন।এতে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে জয়লাভ করেছেন দৈনিক নয়াপৃথিবীর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক দিনকাল ও বাংলাদেশ নিউজের প্রতিনিধি সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম।
মো. জাহাঙ্গীর আলম এলাকায় সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় ব্যক্তি ছাড়াও সমাজের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন ।
২২ ফেব্রয়ারি, (শনিবার) সকাল ১০টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত গোপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মোট ৯৪ জনের ভোটারের মধ্যে ৯৩ জন সদস্য তাদের ভোট প্রদান করেন। ভোট গননা শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় নির্বাচন কমিশনার মোঃ লুখফুর করিম সায়েদ ফলাফল ঘোষণা করেন।
এতে ৬৭ ভোট পেয়ে সভাপতি পদে বই প্রতীকে নির্বাচিত হয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম । তার নিকটতম প্রতিদ্বন্ধি আবু শাহাদাৎ হোসেন শোয়েব (কনক) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। মোট ১৩ টি পদের মধ্যে দুটি পদে দুজন বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন।
বাকী ১১ টি পদের জন্য ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে সাধারণ ব্যবসায়ী, ভোটার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। পুরো নির্বাচনী এলাকা পোষ্টার আর বেনারে চেয়ে গেছে।
মো. জাহাঙ্গীর আলম এলাকায় সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় ব্যক্তি ছাড়াও সমাজের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন । সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে ভদ্রতা ও শিষ্টাতায় তার রয়েছে ব্যাপক সুনাম ও সুখ্যাতি। তিনি সভাপতি পদে নির্বাচিত হওয়ায় সাধারণ ব্যবসায়ী ওএলাকাবাসীর মধ্যে খুশির জোয়ার বইছে।
মানুষ সাধারণ ব্যবসায়ীদের সার্বিক বিপদে-আপদে মো. জাহাঙ্গীর আলমকে মানুষের পাশে সহৃদয়বান হিসেবে পাওয়া যায় তা অন্যকোন প্রার্থীকে সেভাবে পাওয়ার কথা নই। তিনি বিএনপির একজন ত্যাগী ও নির্যাতিত নেতা বলে পরিচিতি। তিনি ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি।