॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি সহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, নারী সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জন-নিরাপত্তা নিশ্চিতের দাবীতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে গোয়ালন্দের সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
“ধর্ষকের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” এমন স্লোগান দেন বক্তারা। দেশকে অস্থিতিশীল করতে একটি অশুভ শক্তি প্রতিনিয়ত নানা অপরাধ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়ে গেছে। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও খুনের মতো অপরাধেরও বৃদ্ধি পেয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ এর ব্যানারে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ঢাকা – খুলনা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক দিয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের নিকট স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে “ধর্ষক মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই” এই স্লোগান দিতে থাকেন সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।মানববন্ধনে মাহমুদুল হাসান রাকিবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, গোয়ালন্দ সান সাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন, শফিক মন্ডল, জাহিদ হাসান, হিমেল, রাকিব খান, আমিনুল ইসলাম, শংকর কুমার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “ধর্ষকের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” এমন স্লোগান দেন বক্তারা। দেশকে অস্থিতিশীল করতে একটি অশুভ শক্তি প্রতিনিয়ত নানা অপরাধ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বেড়ে গেছে। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও খুনের মতো অপরাধেরও বৃদ্ধি পেয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে।
তারা আরো বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।