॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো , ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (NDP) ও GiveDirectly. যৌথভাবে একটি Anticipatory Action বিষয়ক গবেষণা প্রকল্প গ্রহণ সভা অনুষ্ঠিত। উক্ত প্রকল্পের আওতায়, যমুনা নদীর অববাহিকায় অবস্থিত চারটি জেলায় বন্যায় ঝুঁকিগ্রস্থ পরিবারকে বন্যার পূর্বে ও পরে আর্থিক সহায়তা প্রদান করা হবে।এই গবেষণায় কারিগরি সহযোগিতা প্রদান করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (BIGD).।
জেলাগুলো হচ্ছে : গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, ও সিরাজগঞ্জ। এই গবেষণা প্রকল্পে Randomized Trial (RCT) পদ্ধতির মাধ্যমে বন্যার পূর্বাভাস এবং আর্থিক সহায়তা প্রদানের সঠিক সময় ও কার্যকারিতা মূল্যায়ন করা হবে। এই গবেষণায় কারিগরি সহযোগিতা প্রদান করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (BIGD).।
প্রস্তুতিমূলক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ পতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), মোঃ আব্দুল বাছেদ, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, ড. এবিএম সাজ্জাদ হোসেন, পরিচালক, প্লানিং রিসার্চ NDP.,।
আরো উপস্থিত ছিলেন, দুর্যোগ মোকাবেলাকারী বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন : প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক, শিপন চন্দ্র নাগ । উপস্থাপনায় : মোঃ রাশেদ ইসলাম, ফিল্ড অফিসার GiveDirectly.। সার্বিক তত্ত্বাবধানে : মোঃ আবু শামীম, প্রকল্প সমন্বয়কারী ও তাওহীদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার NDP.সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি মহোদয় অনুষ্ঠান সমাপ্ত করেন।