Saturday , 15 March 2025

নবাবগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় বিক্রয় প্রতিনিধি নিহত

॥ বিশেষ প্রতিনিধি ॥

ঢা কার নবাবগঞ্জে মালবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় বেকারী মালামাল বিক্রয় প্রতিনিধি আজহারুল ইসলাম (২১) এর মৃত্যু হয়েছে।

 

পথে মালিকান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসে একটি মালবাহী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এসময় ছিটকে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারায় আজহারুল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই পিকআপ ভ্যান চালক গাড়ী ফেলে পালিয়ে যায়।

নিহত আজহারুল ইসলাম ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। সে স্থানীয় একটি বেকারীর মালামাল ভ্যানগাড়ীর মাধ্যমে বিক্রির কাজ করতো।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক লুৎফর রহমান জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্যানে বেকারী মালামাল নিয়ে পাড়াগ্রাম থেকে দৌলতপুর যাচ্ছিলো আজহারুল ইসলাম।

পথে মালিকান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসে একটি মালবাহী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এসময় ছিটকে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারায় আজহারুল।

উপপরিদর্শক লুৎফর রহমান আরও জানান, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘাতক পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Check Also

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “সম্মিলিত প্রয়াস” রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতঃ

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা’র …