Friday , 3 October 2025

রাতভর অভিযানে ২ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ সোমবার মধ্যরাত ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান এবং পুলিশ এর সমন্বয়ে খুলনার নলিয়ান বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে ২ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। লেফটেন্যান্ট মাহবুব হোসেন কোস্ট গার্ড পশ্চিম জোন’র মিডিয়া কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। জানা যায় অভিযানে আটককৃত ব্যাক্তিরা আওয়ামী লীগ এর নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ পাওয়া যায়।

আটককৃত ব্যক্তিরা জাহিদ হাসান (৪৫) এবং বঙ্কিমচন্দ্র মিস্ত্রি (৫৮) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Check Also

জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূজামণ্ডপ পরিদর্শন।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ …