॥ মোক্তার হোসেন, ষ্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির আন্দুলিয়া পশ্চিম পাড়া একটি প্রত্যন্ত গ্রাম। এ গ্রামের একজন মুদিখানা দোকানী শংকর কুমার প্রামানিক। বাড়ীর অদূরে আন্দুলিয়া বাজারে তার মুদীখানা দোকান।মুখোশ পরিহিত দুর্বৃত্তরা আনুমানিক ৫/৭ মিনিট বাড়ীতে অবস্থান করে। ককটেল বিস্ফোরণ এবং তার পুত্র খোকনকে মারধর করার পর তারা বাড়ীর উত্তর পাশ দিয়ে বের হয়ে পেঁয়াজের মাঠের মধ্য দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর বাড়ীর উপর বিস্ফোরিত ককটেলের আলামত গুছিয়ে রাখা হয়েছে।
গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে শংকর কুমার প্রামানিক দোকানেই রাত যাপন করছিলেন। এরই মধ্যে মুখোশধারী ১০/১২জনের একদল দুর্বৃত্ত তার বাড়ীতে হানা দিয়ে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। দুর্বৃত্তরা গৃহকর্তা শংকরের নাম ধরে ডাকাডাকি করে এবং কাঠের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে গৃহকর্তা শংকর কুমার প্রামানিককে না পেয়ে তার ছোট ছেলে খোকন প্রামানিক (২০)কে মারধর করে।
খোকন প্রামানিকের ডান পায়ের হাঁটুতে প্রচন্ড আঘাতের ফলে ফুলা জখম হয়েছে। তার হাঁটাচলায় কষ্ট হচ্ছে। স্থানীয়ভাবে তার চিকিৎসা চলছে। জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত মুখোশধারী দৃর্বৃত্তদল ওই বাড়ীতে গিয়ে রান্না ঘরের বারান্দার বৈদ্যুতিক বাতি ভাঙ্গে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। দুর্বৃত্তরা গৃহকর্তা শংকর কুমার প্রামানিকের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। বিস্ফোরণের শব্দে বাড়ীতে থাকা লোকজন জেগে ওঠে। বিছানা থেকে উঠার চেষ্টা করলে দুর্বৃত্তরা খোকন প্রামানিককে মারধর করে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকালে সরেজমিন শংকর কুমার প্রামানিক জানান, বছর খানেক আগে আন্দুলিয়া বাজারে তার মুদিখানা দোকানে চুরি হয়। এ জন্য তিনি মাঝে মধ্যে দোকানে রাত কাটান। ৩মার্চ ঘটনার রাতেও তিনি তার দোকানে ঘুমিয়ে ছিলেন। রাতে হঠাৎ ফোন পেয়ে জেগে জানতে পারেন দুর্বৃত্তরা তার বাড়ীতে ককটেল ফুটিয়েছে এবং তার পুত্র খোকনকে মারধর করেছে। ঘটনার পরপরই তিনিসহ আশেপাশের লোকজন বাড়ীতে গিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত অবগত হন।
শংকর কুমার প্রামানিকের স্ত্রী ললিতা রানী জানান, মুখোশ পরিহিত দুর্বৃত্তরা আনুমানিক ৫/৭ মিনিট বাড়ীতে অবস্থান করে। ককটেল বিস্ফোরণ এবং তার পুত্র খোকনকে মারধর করার পর তারা বাড়ীর উত্তর পাশ দিয়ে বের হয়ে পেঁয়াজের মাঠের মধ্য দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর বাড়ীর উপর বিস্ফোরিত ককটেলের আলামত গুছিয়ে রাখা হয়েছে।
শংকর কুমার প্রামানিকের ছেলে খোকন প্রামানিক গণমাধ্যমকর্মীদের কাছে দুর্বৃত্তদের হাতে মারধরসহ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।