Sunday , 9 March 2025

সিরাজগঞ্জের ডিসি সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবসের আলোচনা সভা অনুষ্ঠিতঃ

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

সিরাজগঞ্জে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   বৃহস্পতিবার  (৬মার্চ-২৫ খ্রিঃ) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

 স্বাগত বক্তব্য রাখেন, পাট অধিদপ্তর  সিরাজগঞ্জের  মুখ্য পাট  কর্মকর্তা তারানা আফরোজ। অনুষ্ঠানটি  পরিচালনা করেন এবং সার্বিক দায়িত্বে ছিলেন, পাট অধিদপ্তর সিরাজগঞ্জের উপসহকারী পাট কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু।।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক এবং  স্বাগত বক্তব্য রাখেন, পাট অধিদপ্তর  সিরাজগঞ্জের  মুখ্য পাট  কর্মকর্তা তারানা আফরোজ। অনুষ্ঠানটি  পরিচালনা করেন এবং সার্বিক দায়িত্বে ছিলেন, পাট অধিদপ্তর সিরাজগঞ্জের উপসহকারী পাট কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু।

এ সময়ে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার, পাট উন্নয়ন সহকারী লুৎফর রহমান প্রমুখ। এসময়ে পাট ব্যবসায়ী, পাটচাষী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

Check Also

মোংলায় জমি সংক্রান্ত জেরে বাবা-ছেলেকে কুপিয়ে যখম

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে …