Thursday , 4 September 2025

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভিবিডির মানববন্ধন

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

নারী দিবস কেবল উদযাপনের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন”— এই বার্তা নিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা কমিটি।

নারীরা আজও কর্মক্ষেত্রে, রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে সহিংসতার শিকার হচ্ছেন। এটা বন্ধ করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।”

শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— “নারী নির্যাতন প্রতিরোধে আওয়াজ তোল একসাথে!” ও “হলে শাস্তির নিশ্চয়তা, কমবে অপরাধের প্রবণতা!”

এসময় ভিবিডি সাতক্ষীরা জেলা সভাপতি ইব্রাহিম খলিল বলেন, “নারী দিবস মানে শুধু ফুল দেওয়া নয়, অধিকার আদায়ের শপথ নেওয়ার দিন। নারীরা আজও কর্মক্ষেত্রে, রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠানে নানাভাবে সহিংসতার শিকার হচ্ছেন। এটা বন্ধ করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।”

এ কর্মসূচিতে ভিবিডির সাবেক সভাপতি মো হোসেন আলী, সাবেক সহ-সভাপতি সাইমুম সাকিব, তরিকুল ইসলাম, সাবেক পাবলিক রিলেশন অফিসার মাহবুবুর রহমান, সাবেক প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক অর্পণ বসু, ট্টেজারার নাইমুর রহমান, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন, পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুন, প্রজেক্ট অফিসার হৃদয় মন্ডলসহ অন্যান্য সদস্য, স্থানীয় তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা অংশ নেন। তারা নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার করেন এবং নারীর ক্ষমতায়নে একসঙ্গে কাজ করার শপথ নেন।

ভিবিডি সাতক্ষীরা জেলা কমিটি দীর্ঘদিন ধরে তরুণ সমাজকে সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করতে নানা কার্যক্রম পরিচালনা করছে। নারী অধিকার, নিরাপদ পানি, জলবায়ু পরিবর্তন ও সামাজিক বিভিন্ন ইস্যুতে সংগঠনটি নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পালন করছে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পারিবারিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মানববন্ধনে বক্তারা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Check Also

তারুণ্যের উৎসব সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে সদরনপৌরসভা ১-০ গোলে জয়ী।

॥ এম আরিফুল ইসলাম , সলঙ্গা  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বু ধবার বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে …