Friday , 9 May 2025
পাংশা থানা মোড়ে সোমবার ছাত্র অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শরিফুল ইসলাম বক্তব্য রাখেন

পাংশায় ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন কর্মসূচি পালিত

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥

দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি নিপীড়ন ও শিশু ধর্ষণ ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে সোমবার (১০ মার্চ) দুপুরে পাংশা থানা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ১টায় মানববন্ধন কর্মসূচি শেষ হয়। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, দুপুর ১২টার দিকে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. শরিফুল ইসলাম, পাংশা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মাসুম খান, পাংশা উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মনিরুজ্জামান, গণঅধিকার পরিষদের নেতা মামুন অর রশিদ, রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান, যুব অধিকার পরিষদের নেতা সেলিম রেজা ও রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম প্রমূখ বক্তব্য রাখেন।

দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ১টায় মানববন্ধন কর্মসূচি শেষ হয়। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলের প্রান্তিক সুবিধা বঞ্চিত সুফল ভোগিদের মাঝে ৪৯২০ টি মুরগি বিতরণ করলেন প্রাণী সম্পদ অফিস

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ বৃ হস্পতিবার ৮ মে ২০২৫ সকাল ১১.৩০ মিনিটে সদর …