॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
দেশের বিভিন্ন স্থানে চলমান নারীও শিশু ধর্ষন, নারীদের হেনস্তা, নারী নির্যাত বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন নোয়াখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
দেশের চলমান নারী ও শিশু ধর্ষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা সুন্দর সমাজ ব্যবস্থায় একটি হুমকি স্বরূপ অনতিলম্বে ধর্ষন, নিপীড়ন, নারীদের হেনস্থা ও নারী নির্যাতন বন্ধ করতে হবে
মঙ্গলবার (১১মার্চ) ১২টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে নোয়াখালী সরকারি কলেজ ( নতুন ক্যম্পাস) এর সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নিলুফা নিলু সে নারী ধর্ষন ও হেনস্তা বন্ধের বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান করেন, বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী দিদারুল ইসলাম অপু তিনি বলেন দেশের চলমান নারী ও শিশু ধর্ষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা সুন্দর সমাজ ব্যবস্থায় একটি হুমকি স্বরূপ অনতিলম্বে ধর্ষন, নিপীড়ন, নারীদের হেনস্থা ও নারী নির্যাতন বন্ধ করতে হবে এ বিষয়ে তিনি প্রশাসনকে আরো বেশি কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, মিনহাজুর রহমান, আব্দুর রহমান, রায়হান উক্ত সমাবেশও মানববন্ধনে নোয়াখালী সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষার্থীরা নারীও শিশু ধর্ষন বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ আহ্বান করেন, এবং নারী ও শিশু ধর্ষন বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো দায়িত্বশীল ভুমিকা পালনের তাগিদ দেন।