॥ আরিফুল ইসলাম, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, এবং রায়গঞ্জ উপজেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
এছাড়া, আইন লঙ্ঘন করে পরিচালিত হওয়ায় মেসার্স মামা ভাগ্নে ব্রিকস, কয়ড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ নামক ইটভাটাটি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে এবং চিমনী ও কিলন ভেঙে ফেলা হয়েছে।
বুধবার ১২ মার্চ রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স প্রত্যয় ব্রিকস, খামারগাতী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ নামক ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এছাড়া, আইন লঙ্ঘন করে পরিচালিত হওয়ায় মেসার্স মামা ভাগ্নে ব্রিকস, কয়ড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ নামক ইটভাটাটি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে এবং চিমনী ও কিলন ভেঙে ফেলা হয়েছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল