Thursday , 13 March 2025

জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পৌর অবহতিকরণ ও কর্মপরিকল্পনা সভা ২০২৫ অনুষ্ঠিত

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

বুধবার ১২ মার্চ ২০২৫ সকাল ১১ ঘটিকায় সিরাজগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে পৌর অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাস্তবায়নে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সিরাজগঞ্জ পৌরসভার সবগুলো স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ৬-১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সিরাজগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌরসভার ১৫ টি ওয়ার্ডে ১০০ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের অপুষ্টিজনিত, অন্ধত্ব প্রতিরোধ, মৃত্যু ঝুঁকি, প্রতিরোধ সহ এই ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধ, ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে, দেশব্যাপী আগামী ১৫ই মার্চ ২০২৫ শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ক্যাম্পেইনের দিন সকাল ৮ঘটিকা হতে একটানা চলবে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত। সিরাজগঞ্জ পৌরসভার সবগুলো স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ৬-১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ কামরুল ইসলাম (প্রশাসক) সিরাজগঞ্জ পৌরসভা ও স্থানীয় সরকার বিভাগ। ডা: মোঃ নুরুল আমিন (সিভিল সার্জন) সিরাজগঞ্জ, মোহাম্মদ ফারুক আহমেদ, (উপ পরিচালক) ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ।

মো: রফিকুল ইসলাম, (পৌর নির্বাহী কর্মকর্তা) সিরাজগঞ্জ পৌরসভা। মো: নুরুন্নবী সরকার এক্সেন, সিরাজগঞ্জ পৌরসভা এবং অবহিত করণ সভায় সরকারি বিভিন্ন বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা গণ ও রেড ক্রিসেন্ট এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Check Also

নোয়াখালীতে ৬ লাখের অধিক শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ দেশব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী …