॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায় ব্যক্তি উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ রমজান)১৩ ই মার্চ ২০২৫. মাধাইনগর ইউনিয়নের কাস্তা- বেত্রাশিন খেলার মাঠে ওই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম।
দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে সবাই ইফতারে অংশ নেন।
এ সময় তিনি আগামী স্থানীয় সরকার( ইউপি) নির্বাচনে মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফেসিস্ট সরকার দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। তাদের দলের নেতা-কর্মীরা তৃণমূল পর্যায়ে নৈরাজ্য সৃষ্টি করেছিল। তাই তারা সর্বস্তরের জনগণের আন্দোলনের মূখে দেশ ছেড়ে পালিয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী। আপনারা আমাকে সমর্থন দিয়ে মাধাইনগর ইউনিয়নবাসীর পাশে থাকার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।
ইফতার ও দোয়া মাহফিলে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতা- কর্মী ও জনসাধারণের অংশ গ্রহনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল উপলক্ষে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন, কাস্তা-বেত্রাশিন কওমী ও হাফিজিয়া মাদ্রাসার মহতামীম মাও: মো. ইসমাইল হোসেন। পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে সবাই ইফতারে অংশ নেন।