Friday , 4 April 2025

হাতিয়ায় সুপারমার্কেট মালিক-ব্যবসায়ী সমিতির সভাপতি আমজাদ, সম্পাদক মিজান:

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নো য়াখালীর হাতিয়া সুপারমার্কেট মালিক-ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি একেএম আমজাদ উদ্দিন সাফদার এবং সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

 

 

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, মোঃ ছাইফুল হক মাছরুরী। পর্যবেক্ষক হিসেবে ছিলেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন, হাতিয়া নিউমার্কেটের ব্যবসায়ী আব্দুল কাদের, গণমাধ্যম কর্মী ছায়েদ আহামেদ, ছাইফুল ইসলাম, উত্তম সাহা ও হানিফ উদ্দিন।

একই সাথে সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান ও অর্থ সন্পাদক (কোষাধ্যক্ষ) পদে মোঃআবুবক্কর সিদ্দিক ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সোমবার(১৭ মার্চ) বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ তোফায়েল হোসেন।

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটারগন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে এ ভোট প্রদান করেন। মোট ভোটারের সংখ্যা ছিল ২১৪টি। এরমধ্যে প্রত্যক্ষভোট পড়েছে ১৫৮টি এবং অনলাইনে ফরেন ভোট পড়েছে ২৮টির সম্পূর্ণটি।

উপজেলা শহরে মার্কেটটি প্রতিষ্ঠার পর এটি-ই প্রথম নির্বাচন। মালিক-ব্যবসায়ী সমিতির এ নির্বাচনে ১১টি পদে দু’টি প্যানেলে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে একেএম আমজাদ উদ্দিন সাফদার ৯৩টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ কামরুল ইসলাম পান ৮৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান ৯৬টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আজহার উদ্দিন ৮১ ভোট পান। একই সাথে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইমরান ৮৯টি ভোট পান এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী শহিদ উল্যাহ্ সুজন পান ৮১ ভোট।

এদিকে, নির্বাচন চলাকালীন সময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। এসময় তিনি বলেন, নানান সমস্যা উত্তরন শেষে দীর্ঘদিন পর আজ হাতিয়া সুপারমার্কেটের ভোট অনুষ্ঠিত হচ্ছে। এটি হাতিয়ার জন্য মাইলফলক হিসেবে থাকবে। নির্বাচিত প্রতিনিধিরা নির্ভেজাল ও দায়িত্বশীল ভূমিকায় থেকে এ মার্কেট পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, মোঃ ছাইফুল হক মাছরুরী। পর্যবেক্ষক হিসেবে ছিলেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন, হাতিয়া নিউমার্কেটের ব্যবসায়ী আব্দুল কাদের, গণমাধ্যম কর্মী ছায়েদ আহামেদ, ছাইফুল ইসলাম, উত্তম সাহা ও হানিফ উদ্দিন।

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে এএসআই মোঃ জালাল উদ্দীনের নেতৃত্বে ৪জন পুলিশ সদস্য এবং ৬জন আনছার ছিলেন। সেই সাথে হাতিয়া থানায় দায়িত্বরত ডিএসবি সোহাগ তালুকদারও ছিলেন।

এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারী উক্ত নির্বাচনের তফসিল ঘোষিত হয়।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …