॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
বাং লাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এ আর আজাদ সোহেল।
সোমবার (১৭ ই মার্চ) বিকাল ৫টায় হ্যাভেন রেস্টুরেন্টে আলোচনা, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বিএমএসএফ কবিরহাট উপজেলা সভাপতি জহির হক জহির এর সভাপতিতে ও সাধারন সম্পাদক নুর আলম বিপ্লবের সঞ্চালনায় এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এ আর আজাদ সোহেল।
প্রধান অতিথি উপস্থিত সাংবাদিকদের রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহবান জানান। এছাড়া বিএমএসএফের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন ।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌ লিটন,পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মন্জু, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, উপজেলা জামায়াতে ইসলামির যুগ্ন সাঃ সম্পাদক, মেজবাহ উদ্দিন ভুইয়া কবিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ শাহিন মিয়া,নোয়াখালী সম্পাদক পরিষদের সাঃ সম্পাদক ও, দৈনিক দিশারী পত্রিকার সম্পাদক আকাশ মোঃ জসিম, নয়া পৃথিবীর সম্পাদক ও দত্তবাড়ী মোড় ব্যবসাযী সমিতি সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
পরে দোয়া মোনাজাত করেন, উপজেলা জামায়াতে ইসলামির যুগ্ন সাঃ সম্পাদক, মেজবাহ উদ্দিন ভুইয়া। অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন।