Friday , 4 April 2025

নোয়াখালীতে ব্যবসায়ীর ও পরিবারের উপর সন্ত্রাসী হামলা, নগদ অর্থ লুট,আহত ৪

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নো য়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ব্যবসায়ী মহিউদ্দিন আলমগীর ও তার পরিবারের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা দোকান ভাঙচুর করে নগদ অর্থ লুট করে, পিকআপ গাড়ি ভাংচুর করে। এতে একই পরিবারের ৪ জন আহত হয়।

 

আহত আলমগীর জানান, আমি আমার ৫৫ হাজার টাকার জন্য তাকে চাপ দিতেই সে সন্ত্রাসী নিয়ে এসে হামলা করে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিকআপ গাড়ীর সামনে গ্লাস ভেঙে ফেলে।দোকান ভাংচুর করে।

আহতরা হলেন, মহিউদ্দিন আলমগীর (৪৮),তার ছেলে মিরাজুর রহমান (২৩), স্কুল পড়ুয়া মেয়ে লিমা আক্তার (১৪),ও হৃদয় (২৭)। আহতদের সবাই নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসলেও লিমা চিকিৎসাধীন আছে। তার বুকে প্রচণ্ড আঘাত লেগেছে বলে পরিবার জানান।

এ বিষয়ে মহিউদ্দিন আলমগীর বাদী হয়ে ৮ জনকে বিবাদী করে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বিবাদীরা হলেন বাপ্পি(২০), শাকিব(২৫), ফারুক(৫০), হাশেম(৩৭), তারেক(৩২), অন্তর(৩০), হৃদয়(২৫), মিরাজ(২৪)

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১৮ মার্চ) ইফতারের পরপরই সন্ধ্যা সাড়ে ৭টা মনসাদপুর গ্রামে রাবেয়া ট্রেডার্স নামীয় তার ব্যবসা প্রতিষ্ঠান ও তৎসংলগ্ন তার বাড়িতে।

আলমগীরের ছোট ভাই জাহাঙ্গীর জানান, বিবাদী ফারুক তার ভাইয়ের মালিকীয় পিকআপ গাড়ির ড্রাইভার হয়। ভাইয়া তাকে ইট কেনার জন্য ৫৫ হাজার টাকা দেয়, কিন্তু সে ইট না এনে টাকা আত্মসাৎ করে। তার নিকট টাকা ফেরত চাইলে সে বিভিন্ন তালবাহানা করে কালক্ষেপন শুরু করে। গতকাল টাকার জন্য চাপ দিলে সে পরিকল্পিতভাবে সন্ত্রাসী পোলাপান নিয়ে এসে সন্ধ্যা ইফতারের পর ভাইয়ের দোকানে ও বাড়িতে হামলা চালায়। এসময় ভাইকে রক্ষা করতে আসলে সন্ত্রাসীরা পরিবারের সদস্যদের উপর বেদড়ক লাঠিপিটা করে। এতে তিনিসহ পরিবারের ৪ জন আহত হয়।

আহত আলমগীর জানান, আমি আমার ৫৫ হাজার টাকার জন্য তাকে চাপ দিতেই সে সন্ত্রাসী নিয়ে এসে হামলা করে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিকআপ গাড়ীর সামনে গ্লাস ভেঙে ফেলে।দোকান ভাংচুর করে।

আমার নগদ ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তিনি সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবী জানান। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় আছেন বলেও জানান।

এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে বাদী একটি লিখিত অভিযোগ করেছেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …