Tuesday , 20 May 2025

সিরাজগঞ্জের, তাড়াশ প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥

বুধবার ১৯-মার্চ ২০২৫. বিকেল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী তাড়াশ প্রেসক্লাবের সকল সদস্য -সদস্যার উপস্থিতিতে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় প্রধান অতিথি ইউএনও মহোদয় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় এবং সবশেষে তাড়াশ প্রেসক্লাবের সৌজন্যে ইফতার করা হয়।

তাড়াশ প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি জনাব, অধ্যাপক সাব্বির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জনাব এম,ছানোয়ার হোসেন সাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ( U.N.O.) জনাব মো ঃ নুরুল ইসলাম মহোদয়। এসময় তাড়াশ প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে অপরের সাথে পরিচিতি পর্ব শেষে প্রেসক্লাবের সাংগঠনিক বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি ইউএনও মহোদয় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় এবং সবশেষে তাড়াশ প্রেসক্লাবের সৌজন্যে ইফতার করা হয়।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …