Thursday , 17 April 2025

মোংলায় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছেন সহকারী এ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান 

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোংলার কৃতি সন্তান ও সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান এ ইফতার পার্টির আয়োজন করেন।

 

সাংবাদিকেরা রাষ্ট্র ও সমাজ বিনির্মানে অনন্য ভূমিকা পালন করে থাকেন। আর তিনি তার কথা বলতে গিয়ে বলেন, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলাম দীর্ঘদিন।

শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় সকল সাংবাদিকেরা অংশ নেন।

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মনিরুজ্জামান বলেন, সাংবাদিকেরা হলেন জাতীর বিবেক। তাই তাদের সম্মানেই শুক্রবার সর্ব প্রথম ইফতারের আয়োজন করেন তিনি। তিনি বলেন, সাংবাদিকেরা রাষ্ট্র ও সমাজ বিনির্মানে অনন্য ভূমিকা পালন করে থাকেন। আর তিনি তার কথা বলতে গিয়ে বলেন, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলাম দীর্ঘদিন।

সোমবার সরকারের এক প্রজ্ঞাপনে তাকে সহকারী এ্যাটর্নি জেনারেল করা হয়েছে। এতে রাষ্ট্র ও সমাজের প্রতি তার দায়িত্ব আরো বেড়ে গেছে। তিনি যেন তার দায়িত্ব ভালভাবে পালন করতে পারেন সেজন্য সে সকলের প্রতি দোয়া চান।

Check Also

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে একই স্কুলের এসএসসি পরিক্ষার্থী !

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণীর এক স্কুল …