Friday , 4 April 2025

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে বক্তারা বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান

শনিবার সন্ধ্যায় (২২ মার্চ ২০২৫ ইং।) আহলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মো. আসলাম মিয়া, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মজুবুর রহমান শেখ।

ইফতার ও দোয়া মাহফিলে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় তিন হাজার মানুষ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বর্তমান সরকারের নিকট দ্রুত সময়ের মধ্যে নির্বাচিনের তফসিল ঘোষণার দাবি জানান।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …