Friday , 4 April 2025

পাংশায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ ইতো পূর্বে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ করেছেন।

কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আলম আকুল বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ বক্তব্য রাখেন। তিনি সাংগঠনিক দিক নির্দেশনা মূলক গুরুত্বাপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাছপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আহমেদ, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, বিএনপি নেতা ও কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আক্কাস আলী, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম (হুমায়ুন মাষ্টার), মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জমির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মনজুর রহমান মনজুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলিমহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ ইতো পূর্বে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ করেছেন। পবিত্র রমজানে তিনি প্রতিটি ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল করছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার কলিমহর ইউনিয়ন বিএনপি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …